Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Independent Day 2025
Details

মহান স্বাধীনতা দিবস (২৬মার্চ ২০২৫) উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহিন হাসান মহোদয়ের নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভ জেলা সদর, মুন্সীগঞ্জে অত্র বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা (জেলা প.প.কার্যালয়, উপজেলা প.প. কার্যালয় এবং মার্তৃসদন) পুস্পাস্তবক অর্পণ শেষে উপপরিচালক মহোদয় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অতপর ফটোসেশন সম্পন্ন করে প্রভাতির অনুষ্ঠান সম্পন্ন করা হয়। উল্লেখ্য অত্র  বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ জেলা প্রশাসনের উদ্যোগে সংগঠিত একই স্থানে তপোব্ধনী, পুস্পাস্তবক অর্পণ এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

Attachments
Image
Publish Date
26/03/2025
Archieve Date
26/03/2026