(ক) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)ঃ
* পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান
* খাবার বড়ি
* জন্মনিরোধক ইনজেকটেবলস
* আইউডি/ভ্যাসেকটমী/টিউভেকটমী গ্রহীতার প্রাথমিক বাছাইকরণ ও সেবা
কেন্দ্রে আনয়ন
* আইইউডি/কপার-টি প্রয়োগ
* ভ্যাসেকটমী/এনএসভি (পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি)
* লাইগেশন/টিউবেকটমী (মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি)
* পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহার জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতা
সেবা
* ইমারজেন্সী কন্ট্রাসেপটিভ পিল ০১ প্যাকেট
(খ) পরিবার পরিকল্পনা সেবা (সরকার নির্ধারিত মূল্য প্রদান স্বাপেক্ষে) ঃ
* কনডম ১ (এক) ডজন ১.২০/= (এক টাকা বিশ পয়সা)
(গ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাদের নিম্মলিখিত ভাবে আর্থিক
সুবিধা দিয়ে থাকেঃ
* আইইউডি/কপার-টি এর ক্ষেত্রে গ্রহীতার যাতায়াত ও কেন্দ্রে আগমন খরচ
বাবদ চার দফায় ১০০+৭০+৭০+৭০=৩১০/=
* নরপ্লান্ট বা ইমপ্লান্ট এর ক্ষেত্রে গ্রহীতার যাতায়াত ও কেন্দ্রে আগমন খরচ বাবদ
চার দফায় ১৫০+৭০+৭০+৭০=৩৬০/=
* স্থায়ী পদ্ধতি (পুরুষ এর ক্ষেত্রে ) ২,০০০/= টাকা, ১টি লুঙ্গি ও বিনা মুল্যে
ঔষধ পত্রাদি।
* স্থায়ী পদ্ধতি (মহিলা এর ক্ষেত্রে ) ২,০০০/= টাকা, ১টি শাড়ি ও বিনা মুল্যে
ঔষধ পত্রাদি।
* স্থায়ী পদ্ধতি গ্রহীতাদের রিক্যানালাইজেশন কার্যক্রম (বিশেষক্ষেত্রে) ২৬,০০০/=
* পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ পরবতী পার্শ্বপ্রতিক্রিয়া /জটিলতা চিকিৎসা
ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় ব্যয় (প্রয়োজন অনুসারে)
* পরিবার পরিকল্পনা গ্রহণ পরবতী পার্শ্ব প্রতিক্রিয়া /জটিলতার কারণে মৃত ও মৃত
ব্যক্তির দাফন/কাফন/সৎকার বাবদ আইনগত উত্তরাধীকারীকে এককালীন
তাৎক্ষনিকভাবে পরিশোধযোগ্য অর্থ ১০,০০০/=
(ঘ) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)
* গর্ভবর্তী সেবা।
* ঝুঁকি পূর্ণ গর্ভবতী মা সনাক্ত করণ ও যথাযথ সেবা কেন্দ্রে পেরণ
* জরুরী প্রসূতি সেবা
* গর্ভোত্তর সেবা
* এমআর সেবা
* নবজাতকের সেবা
* ০৫ বৎসরের কম বয়সী শিশুদের সেব
* প্রজনন তন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা
* ই,পি, আই, সেবা
* ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ
(ঙ) অন্যান্য সেবা ( বিনামূল্যে প্রদত্ত )
* সাধারন রোগীর সেবা
* বয়ঃ সন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা )
* পরিবার কল্যান সহকারী কর্তৃক জন্মনিবন্ধন কার্যক্রমে সহায়তা
* স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক শিক্ষা মূলক সেবা
* সিএসবিএ কর্তৃক বাড়ীতে সাবাভাবিক প্রসব করানো
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস